মঠবাড়িয়ায় সোবাহান পেয়দা হত্যা মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সোবাহান পেয়াদা (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। মঠবাড়িয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হকের নেতৃত্বে একদল পুলিশ হত্যার সাথে জড়িত দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সাপলেজা গ্রামের ফারুক হোসেন হাওলাদারের স্ত্রী লিপি আক্তার (২৪) ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩৮)।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়ায় া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সোবাহান পেয়াদা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। টাকা পয়সার লেনদেন ও পূর্ব বিরোধের জের ধরে গ্রেফতারকৃত লিপি আক্তারকে দিয়ে টোপ পেতে ঘটনাস্থলে এনে দুর্বৃত্তরা সোবাহান পেয়াদাকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে। বাকি আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৯ ডিসেম্বর) সকালে মঠবাড়িয়ায় উপজেলার কবুতরখালী গ্রামের হাসেম হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে চার স্ত্রীর স্বামী সোবাহান পেয়াদার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


 


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ