পিরোজপুরে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ



ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চ ঘাট, হুলারহাট বাজার, নতুন বাসস্ট্যান্ড, পুরাতনবাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রাজীব আহসান, এনডিসি মো. আল এমরান খান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
এ সময় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, পিরোজপুরের কোন মানুষ শীতে কষ্ট করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে পিরোজপুর জেলা প্রশাসন পক্ষ থেকে জেলার সকল শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র পৌছে দিবে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ