ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চ ঘাট, হুলারহাট বাজার, নতুন বাসস্ট্যান্ড, পুরাতনবাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রাজীব আহসান, এনডিসি মো. আল এমরান খান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
এ সময় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, পিরোজপুরের কোন মানুষ শীতে কষ্ট করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে পিরোজপুর জেলা প্রশাসন পক্ষ থেকে জেলার সকল শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র পৌছে দিবে।
পিরোজপুরে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ