মালিখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নাজিরপুর উপজেলার মালিকালী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনগণের আয়োজনে একটি প্রতিবাদ মানববন্ধন ও পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে করে ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু জানান, ৩নং ওয়ার্ড সদস্য সিদ্দিকুর রহমান ও ৫নং ওয়ার্ড সদস্য সুনিল মালাকার এবং ২নং ওয়ার্ড সদস্য আতাহার আলী সেখ তার প্রতিপক্ষ গত নির্বাচনে পরাজিত সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাবলুর প্ররোচনায় এলাকার কিছু লোকজন নিয়ে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে। তিনি জানান, গত ৫ বছর মেয়াদে তার ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচির অধিকাংশ কাজ এই ওয়ার্ড সদস্যদের তত্বাবধানেই সম্পন্ন হয়েছে।
এক প্রশ্নের জবাবে সুমন মন্ডল জানান, তার পিতা এই ইউনিয়নের ৪বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তিনিও পরপর ২বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। তার কাজ ও তাদের পরিবারের প্রতি ইর্ষান্বিত হয়ে এবং আগামী নির্বাচনে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্যেশ্যেই প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী যাতে তিনি না হতে পারেন তাই মূল এই মহলটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

DCIM100MEDIADJI_0322.JPG

সংবাদ সম্মেলনে মালিখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: মোতালেব শেখ, তপন কুমার, মো: নাসিম সেখ, কদম আলী, হেলেনা বেগম, দুলালী রানী মন্ডল সহ স্থানীয় নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া বাজারে ইউনিয়ন পরিষেেদর ২ জন ইউপি সদস্য ও স্থানীয় কিছু লোকজন ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি মানববন্ধন করে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ