পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর জেলা নির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভা ও জেলা সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মোহাম্মদ শামসুদ্দোহাকে সভাপতি ও মো: সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শরীফ, সাংগঠনিক সম্পাদক মো: মামুন সিকদার, অর্থ সম্পাদক মো: ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এস. এম. আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক লাল শীল। যার পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করার জন্য বলা হয়েছে।
পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর কমিটি গঠিত শামসুদ্দোহা সভাপতি – সাদ্দাম সম্পাদক- মামুন সাংগঠনিক
Categories: জাতীয়,বরিশাল বিভাগ