কাউখালীতে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা


করোনার বিস্তার রোধে মুখে মাস্ক পরিধান না করায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ মার্চ) উপজেলা সদরের বাজারের দক্ষিণ ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মাৎ খালেদা খাতুন রেখা।

ইউএনও মোছাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় এর সংক্রমণ এড়াতে মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান চালানো হয়। অভিযানে দুই বাজারে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক পরিধান না করায় ২৬ জন পথচারীকে ১ হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিনামূল্যে শতাধিক মাস্কও বিতরণ করা হয়।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ