পিরোজপুরে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও গ্রামের সমাজ পত্রিকার সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার :পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক ও তার পরিবারবর্গ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান খালেক ও দৈনিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মশিউর রহমান মহারাজ ও তার স্ত্রী’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর বাদ দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে দৈনিক গ্রামের সমাজের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, ডেইলি অবজার্ভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের সমাজের নির্বাহী সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর বাজার জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মো: আলিফ বিল্লাহ।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ