পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজা সহ মো. জাকির হোসেন (৪৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন র্যাব। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের কুন্নমতি (পশ্চিম পাড়া) গ্রামের আ: রাজ্জাক এর ছেলে। বুধবার দিবাগত রাতে র্যাব-৮ তাকে ইন্দুরকানী থানায় সোপর্দ করেন।
র্যাব-৮ জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে র্যাব-৮ এর মেজর জাহাঙ্গির আলম এর নেতৃত্বে একটি দল মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে ১২ কেজি গাঁজা সহ উপজেলার টগরা ফেরিঘাট এলাকা থেকে আটক করেন।
র্যাব-৮, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত জাকির হোসেন বুধবার বিকালে দুটি ব্যাগে করে ৬টি প্যাকেট ভর্তি ১২ কেজি গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে টগড়া ফেরি ঘাটে অবস্থান করছিলেন। এ সময় র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করেন।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, র্যাব-৮এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছেন। এ সময় তার সাথে থাকা ২টি ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।