পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পিরোজপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্য সহায়তা তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এসময় বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহমুদ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম পারভেজসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ এ পরিবারের মাঝে পিরোজপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।এছাড়া প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ হিসেবে জেলার করোনা ক্ষতিগ্রস্থ পরিবার সহমূহের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ,স্বাস্থ্যপাতা

ব্রেকিং নিউজ