পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটা ও পাঁজার উপর মোবাইল কোর্টে জরিমান করা হয়েছে। রোববার বিকেলে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা ও ধানীসাফা ইউনিয়নে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। এ সময় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) নং ধারায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা মোবাইল কোর্টে সরোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সরোয়ার হোসেন দির্ঘদিন ধরে অবৈধভাবে ইট ভাটা ও পাঁজায় ইট তৈরী করে আসছিলো।
এ বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) নং ধারায় মঠবাড়িয়ায় এক জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইট ভাটা পরিদর্শন করা হয়েছে। এখনো যারা অবৈধভাবে ইট ভাটা ও পাঁজা গড়ে তুলে ইট তৈরী করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
https://www.youtube.com/watch?v=1VS_PW14448&t=1s