বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন বিল গেটস কন্যা জেনিফার


অনলাইন ডেস্কঃ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা গেটস এর বিচ্ছেদের ঘোষণা। গত ৩ মে টুইটারে যৌথ বিবৃতিতে তারা ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এ বিচ্ছেদের ঘোষণা দেন। বিল ও মেলিন্ডার সংসারে তিনটি সন্তান রয়েছে এর মধ্যে বড় সন্তানের নাম জেনিফার গেটস।

বিল ও মেলিন্ডা গেটস জানিয়েছেন, “আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।” আমরা চেষ্টা করছি একসঙ্গে থাকার। কিন্তু আমাদের পক্ষে আর দম্পতি হয়ে এক সঙ্গে থাকা সম্ভব নয়।


বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে বড় কন্যা জেনিফার লিখেছেন, ‘এ ঘোষণায় পুরো পরিবার কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে কীভাবে নিজের আবেগ সামলানো যায় এবং সেই সঙ্গে পরিবারের সদস্যদের সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ। ’

২৫ বছর বয়সী জেনিফার আরও লিখেছেন, ‘এই বিচ্ছেদের বিষয়ে আমি ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটি মনে রাখবেন, আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায় নিয়ে কাজ করবো। ’


Categories: অন্যান্য,টপ নিউজ,বিদেশ,বিনোদন

ব্রেকিং নিউজ