ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সময়অসময়.কম এর ফেইসবুক আইডি দৈনিক সময় অসময় ও ফেইসবুক পেইজ Daily Somoy Osomoy এ দুটি সাইট কিছু দুষ্কৃতকারী লোক হ্যাক করেছে।
গত শুক্রবার বিকাল ৫ টার দিকে এই পোর্টালের নিউজ আইডি ও পেইজে পোস্ট করার সময় দেখা যায় ওই আইডি ও পেইজে ঢোকা যায় না। পরে পোর্টালের কর্মকর্তাগনেরা দেখতে পায় ওই আইডি থেকে অপ্রীতিকর ছবি ও পোস্ট করে দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় আজ শনিবার (২২ মে) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডাইরী করে পোর্টালের কতৃপক্ষগন এ ডাইরী নাম্বার ৮৫২।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন- আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।