পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির অন্যতম সদস্য, বিডি নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান করোনায় আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালের আইসলিশনে পরিক্ষা কেন্দ্রে করোনা পরিক্ষার করলে রিপোর্ট পজেটিভ আসে। তিনি বিগত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসানের লক্ষন দেখে আইসলিশনে করোনা পরিক্ষা কেন্দ্রে পাঠালে র্যাপিড টেষ্টে তার রিপোর্ট পজেটিভ আসে। যেহেতু তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি তাই তাকে ঔষধ দেয়া হয়েছে। তার শারিরিক অবস্থা ভালো রয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান করোনা শুরু থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সাথে করোনা মহামারীতে সন্মুখ যোদ্ধা হিসেবে বিগত ১৬ মাস ধরে কাজ করে যাচ্ছেন। তার আক্রান্তের বিষয়ে সাংবাদিকরা রোগমুক্তি কামনা করেছেন।