পিরোজপুরে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প


স্টাফ রিপোর্টার : পিরোজপুরে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প এর করা হয়। রোববার সকাল থেকে ডাক্তার মাহবুবুর রহমান আম্মার এর নেতৃত্বে ৮ সদস্যের এই মেডিকেল টিম দিনব্যাপী এলাকার প্রায় শতাধিক রোগীদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন। পিরোজপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে এবং রাষ্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখার ম্যানেজার মো:মিজানুর রহমান সুমন এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো: নজরুল ইসলাম সিকদার। এসময় ডাক্তার সিদ্ধার্থ সমদ্দার , রিচি সিকদার, মো:ফাহিম শাহরিয়ার মাহি, তাসফিয়া ইসলাম, আনজিসনু অনু, নাহিদ হাসান, দ্বীপ সমদ্দার উপস্থিত ছিলেন।ডাক্তার মাহবুবুর রহমান আম্মার জানান, দিনব্যাপী এলাকার প্রায় শতাধিক রোগীদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চলমান রাখবে যাতে এলাকার অসহায় হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেতে পারে।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,লাইফ স্টাইল,সারাদেশ,স্বাস্থ্যপাতা

ব্রেকিং নিউজ