স্টাফ রিপোর্টার : উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক সারাদেশের চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে পিরোজপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের পুরাতন ঈদগাহ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে এসে শেষ হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।