স্টাফ রিপোর্টার : ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) খুলনা জোন পিরোজপুর এরিয়ার উদ্যোগে দুঃস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, রিকের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, রিকের পিরোজপুর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লা, প্রবীণ কর্মসূচির আঞ্চলিক কো-অর্ডিনেটর ফারুক রহমান, সদর শাখা ব্যবস্থাপক শেখ আরিফ, কদমতলা ইউনিয়নের ইপিসি শংকর দেবনাথ, কৈশর কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জিহাদ হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুক্তারকাঠী সরদার বাড়ি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব।
Previous Articleপিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
Next Article পিরোজপুর পৌরসভার আয়োজনে শেখ রাসেল দিবস পালিত