স্টাফ রিপোর্টার : ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুর পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস- ২০২১ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে পিরোজপুর পৌরসভা মিলানয়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্থাবক অর্পণ করেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক সহ পিরোজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তারা। পরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Previous Articleপিরোজপুরে রিকের আয়োজনে শেখ রাসেল দিবস পালন
Next Article নাজিরপুরে নানা আয়োজনে রিকের শেখ রাসেল দিবস পালন