দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বঙ্গবন্ধু পরিষদ এর পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া করা হয়। শনিবার বিকেলে রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ, গোপালগঞ্জ আঞ্চলিক পরিষদের সার্বিক তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেডের সারাদেশের সকল আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় এ পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজাত আলী জাকারিয়া ও সাধারন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আল্লামা ইকবাল রানার নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেন রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোমিনুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, পিরোজপুর আঞ্চলিক কমিটির সভাপতি মো:মিজানুর রহমান সুমন, সেক্রেটারি সৈয়দ আরিফুর রহমান, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, ভোলা,পটুয়াখালি, রাজশাহী, পাবনা, বগুড়া, সিলেট, ময়মনসিংহ,জামালপুর, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর,নারায়নগঞ্জ, নওগাঁ, স্থানীয় কার্যালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিনের আঞ্চলিক কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
।মানুষের মুক্তি ও মানবিক স্বাধীনতার জন্য কষ্ট ও আত্মত্যাগের শাশ্বত চেতনার মূর্ত প্রতীক, বাঙলার আত্মা, বাঙালির প্রাণপ্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম ও কর্মের মধ্য দিয়ে যে দর্শন, নীতি ও আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তাকে অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মানে সর্বদা কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট সকল শহীদের রুহের মাগফিরত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।