পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে ম্যাচের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ হাকিম হাওলাদার। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেনসহ জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।


খেলায় পিরোজপুর একাদশ ১-০ গোলে মঠবাড়িয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা স্টেডিয়ামে মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষ্যে মৎস্যজীবিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই খেলায় জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা শাখা ২-০ গোলে জাতীয় মৎস্যজীবি লীগ জেলা শাখাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


Categories: খেলাধুলা,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ