আসছে অ্যাপেলের ড্রোন

প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে প্রযুক্তি জায়েন্ট অ্যাপেল ড্রোন তৈরি করতে যাচ্ছে। ড্রোনের নকশার জন্য ইতিমধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করেছে। নাইনটুফা্িবি এর একটি প্রতিবেদন অনুসারে ড্রোনের জন্য অ্যাপলে তিনটি প্যাটেন্ট আবেদন করে। যুক্তরাষ্টের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস অ্যাপেলের দুটি প্যাটেন্ট এর তথ্য নিশ্চিত করেছে। ধারনা করা হচ্ছে এটা আই ড্রোন নামে বাজারে আসতে পারে।

 


দুটি আবেদনের মধ্যে প্রথম আবেদনটি ইউএভির বিভিন্ন যন্ত্রপাতি, সিস্টেম যুক্ত ও পরিবর্তনের কথা বলা হয়েছে। দ্বিতীয় আবেদনটিতে ইউএভি ট্রাকিং অ্যান্ড কন্ট্রোল এর কথা বলা হয়েছে।


Categories: তথ্য প্রযুক্তি

Comments are closed

ব্রেকিং নিউজ