কাউখালীতে ইয়াবা, নগদ অর্থসহ মা ছেলে ও মেয়ে মাদক ব্যবসায়ী আটক


পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতরা হলেন কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামের মো খলিলুর রহমান এর স্ত্রী শারমিন আক্তার (৪৫), পুত্র মেহেদি হাসান মুন্না (১৯), কন্যা ও শহিদুল্লা গাজীর স্ত্রী ইক্তার জাহান তিশা (২২)। বুধবার সকালে কাউখালীর মধ্য শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকালে কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী এলাকায় মোঃ খলিলুর রহমান এর বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালায়। এসময় আটককৃতদের সাথে থাকা সাড়ে ৮ হাজার ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের, পরিদর্শক মোঃ বদরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক মোঃ মাকসুদর রহমানসহ আরো অনেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের জানান, আমরা তাদের কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী এলাকা থেকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রকৃয়াধীন। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ