গত ১৫ ই মে রবিবার অনুষ্ঠিত হয় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সম্মেলন। সম্মেলনটি বরিশাল শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ব্যবিদ্যালয়ের প্রায় পাচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বরিশাল বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো মোস্তাফিজুর রহমান, আইসিটি অলিম্পিয়াডের কনভেনিয়ার শামিমা বিনতে জলিল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
বক্তাদের বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন হুইসেল এর সিইও আরেফিন দিপু ।