পিরোজপুরে রূপালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রেমিট্যান্স ও আমানত সংগ্রহের লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ বানিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি এর হুলারহাট শাখায় ২ দিনব্যাপী একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন শুরু হয়েছে। ব্যাংকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। প্রধান অতিথি রোকনুজ্জামান জানান, বরিশাল বিভাগের ৪৯ টি শাখা এবং ২ টি উপশাখায় একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, নতুন হিসাব খুলে আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকের আমানতের ভীতকে সুদৃঢ় করা এবং আপামর জনসাধারনকে আর্থিক অন্তর্ভূক্তিকরন এ কর্মসূচির মূল উদ্দেশ্য। জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত সকলকে তিনি রূপালী ব্যাংকের সাথে লেনদেনের আহবান জানান। শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান জনসাধারণের মাঝে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে এবং ভবিষ্যতে জরুরী প্রয়োজন মেটাতে অ্যাকাউন্ট খোলার বিষয়ে সাধারন জনগনকে উদ্বুদ্ধ করেন। এসময় তিনি ব্যাংকের অনলাইন সুবিধা, এসএমএস সুবিধা, এটিএম কার্ডসহ আধুনিক ব্যাংকিং সেবা এবং বিভিন্ন ডিপোজিট স্কিমের সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দিয়ে ব্যাংকে হিসাব খোলার নিয়মাবলী এবং সুবিধাসমূহ সম্পর্কে আলোকপাত করেন। উপস্থিত গ্রাহকরা শাখার কর্মকর্তা কর্মচারীদের সেবা এবং সুন্দর ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। শাখায় উপস্থিত সকল গ্রাহকদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।



Categories: অন্যান্য

ব্রেকিং নিউজ