শ্রেণী’ নাকি ‘শ্রেণি’? এই বানানটি নিয়ে আমাদের প্রায়ই ভুল হয়ে থাকে। এটি খুবই কমন একটি বানান। অনেকে বানানটি দিনের পর দিন ভুল করে যাচ্ছেন। কেউ লিখছেন ‘শ্রেণী’ কেউ ‘শ্রেনী’ কেউ আবার লিখছেন ‘শ্রেনি’, যার কোনোটিই সঠিক নয়!
শ্রেণি ও শ্রেণী শব্দের বিশেষ্য এবং অর্থ একই। এদের কয়েকটি অর্থ হলোঃ সারি, পংক্তি, সমাজ, সম্প্রদায়, রাঢ়ীশ্রেণী, দল, বিভাগ।
বাংলা একামি কর্তৃক বানানটির সঠিক হল ‘শ্রেণি’।
বাংলা একাডেমি কর্তৃক বানানের নতুন নিয়মে শ্রেণী কে শ্রেণি লিখা হয়। তবে উভয়টির যে কোন একটি ব্যবহার করা ইচ্ছাধীন।
NCTB প্রদত্ত প্রতিটি পাঠ্যবইয়ের কাভার পৃষ্ঠাতেই শ্রেণি বানানটি রয়েছে। অথচ আমরা এই কমন বানানটি ভুল লিখছি, ভুল শেখাচ্ছি। তাই বানান সঠিকভাবে লিখতে হলে মনোযোগের সহিত খেয়াল করার বিকল্প নাই।