জন্মদিনেই বড় চমক দিলেন অভিনেতা। শনিবার রণবীর কাপুরের ৪২তম জন্মদিনে এল খুশির খবর। যশ রাজের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।
কিছুদিন ধরেই ‘ধুম ৪’ নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে শাহরুখ খানকে মুখ্য চরিত্রে দেখার কথা ছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়। তবে রণবীর কাপুরের জন্মদিনেই সত্যিটা ফাঁস হল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রণবীর।
প্রসঙ্গত, ‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প এগোয়। এর আগে এই ধরণের চরিত্রে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের মতো তারকাদের। এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নাম। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। সূত্রের খবর, অভিষেকের পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গিয়েছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যদিও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, ২০২৫-এর শেষেই শুটিং শুরু হবে ছবির।