রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের । আজ বুধবার বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিরোজপুর জেলা শাখার আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও জাতীয় পার্টির (এরশাদ) নেতৃবৃন্দ।
সভার শুরুতে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে আমাকে মতামত দিবেন যে, আগামী দিনে আপনারা কি রকমের পিরোজপুর চান, আমি আপনাদের মতামতের ভিত্তিতে সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনের আপনাদের প্রত্যাশিত পিরোজপুর বিনির্মাণের চেষ্টা করব।
তিনি নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন, সুন্দর পিরোজপুর গড়ার ক্ষেত্রে দল মত নির্বিশেষে পিরোজপুরের সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাসী গ্রেপ্তার করা হলে সে যদি কোন দলের হয় তবুও কোন অন্যায় সুপারিশ যেন না আসে। সন্ত্রাসীরা কোন দলের তিনি তা দেখবেন না।
তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য কোন দলের পক্ষ থেকে যেন আমার কাছে কোন তদবির না আসে; তাহলে আপনাদেরকে আমি একটি সুন্দর পিরোজপুর উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।
আমি চাই আপনারা কথা এবং কাজে আগামী দিনে তার প্রতিফলন ঘটাবেন। আমি আগামী দিনে পিরোজপুরে অপরাধীদের সাথে সম্পৃক্ত কোন দলীয় লোক পাই আমি তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো। সে ক্ষেত্রে আপনারা কেউ আমাকে সুপারিশ করবেন না।
পরবর্তিতে উপস্থিত নেতৃবৃন্দ তাকে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, দখলদার, চাঁদাবাজ, লুটতরাজকারীমুক্ত পিরোজপুর উপহার দেয়ার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।