দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা শ্রমিকলিগের ৩১ বিশিষ্ট কমিটির সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মো; খলিলুর রহমান শরীর পিতা, সেকান্দর আলী শরীরফ ২নং লেবুখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বর্তমানে ইউপি সদস্য ও২নং লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ প্রতিনিধি কে বলেন তিনি জানান আমার শারীরিক ও পারিবারিক ব্যক্তিগত সমস্যার কারণে ও নিজ থেকেই দুমকি উপজেলা শ্রমিক লিগের সহ-সভাপতি পথ থেকে পদত্যাগ করিলাম,পটুয়াখালী জেলা শ্রমিক লিগের সভাপতিকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননী।
দুমকিতে উপজেলা শ্রমিক লিগের কমিটি পদ থেকে সহ-সভাপতি খলিল পদত্যাগ করলেন।
Categories: পটুয়াখালী