দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদ : স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির পিরোজপুর প্রতিনিধি মো. মুহিদুল ইসলাম মুহিদ।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে স্বরূপকাঠী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক মানবকন্ঠ ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম.এন দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), সহ-সভাপতি মো. জাকির হোসেন (আজকের সংবাদ), সহ-সভাপতি দেবাশীষ মন্ডল আশীষ (দৈনিক কালবেলা ও ৭১ টিভি), সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাইদ (ঢাকা প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক মো. আউয়াল হোসেন (দৈনিক সময়ের বার্তা), সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মোস্তফিজুর রহমান আক্কাস (দৈনিক ন্যায় অন্যায়), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (দৈনিক সরজমিন বার্তা), মহিলা বিষয়ক সম্পাদক মালা বড়াল (আজকের সারাদেশ), দপ্তর সম্পাদক মো. কুতুব উদ্দিন (দৈনিক দখিনের খবর), কোষাধ্যক্ষ মো. সুমন আহম্মেদ (সংবাদ টিভি ও দৈনিক জনপদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাগর (দৈনিক মুক্ত খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল খাঁন (দৈনিক আজকের সংবাদ), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ যুগলুল কিবরিয়া রবিন্স (দৈনিক বর্তমান দিন ও বরিশাল বার্তা)।
সদস্যরা হলেন মোঃ নুরুল ইসলাম শাহীন (দৈনিক ঢাকা), মো. আবু রায়হান খোকন (দৈনিক রূপালী দেশ), মোঃ তপু রায়হান (দৈনিক ভোরের দর্পণ), মোঃ ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), মোঃ মুনির হোসেন (দৈনিক আজকের বার্তা), মোঃ হাবিবুল্লাহ মিঠু (দৈনিক ইনকিলাব), মোঃ সুমন খান (দৈনিক বাংলাদেশের বাণী), রোকসনা পারভীন রুনু (দৈনিক আজকের সারাদেশ) মো. জি.এ আসলাম (দৈনিক) সংগ্রাম, হৃদয় বিক্রম (দৈনিক ঢাকার ডাক), মোঃ তুহিন আহসান (রাজধানী টিভি ও দৈনিক আজকের বরিশাল), মোঃ আজিজুল ইসলাম (জেটিভি), মোঃ সবুজ হাওলাদার (দৈনিক প্রথম সকাল), মোঃ আবু রায়হান সোহেল (দৈনিক আমাদের দিন ও শীর্ষ খবর)।
উপদেষ্টা মন্ডলীরা হলেন মো. আতিকুল ইসলাম লিটু (দৈনিক নয়া দিগন্ত), উপদেষ্টা শিশির কর্মকার (যায়যায়দিন) ও উপদেষ্টা ধীরেন হালদার (দৈনিক সংবাদ)।