পটুয়াখালী প্রতিনিধি: ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ এর ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি জনতা কলেজ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচী স্মরণ সভা ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ অক্টোবর সকাল ১১ টায় কলেজ হল রুমে কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)’র (প্রবাসি) ‘র সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা, ইমরান হোসেন ও নাঈম ইসলাম অনুষ্ঠানে কলেজ ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বরণ সভায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন প্রবাসি, বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছে সেই সব অপরাধীদের সাজা যাতে দ্রুত সময় এরমধ্যে কার্যকর করা হয় সেই বিষয় তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান। স্বরণ সভা শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা মৌণ মিছিল করে।