বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিভিন্ন মামলায় ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার দুইটি সাজা ওয়ারেন্টসহ মোট ২৭টি ওয়ারেন্ট খারিজ এবং বিভিন্ন মামলায় ১৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সাথে ৫০ বোতল ফেন্সিডিল এবং এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক মাদক ব্যবসায়ীর নাম ছাড়া বাকি আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে