স্যাটেলাইটে তোলা আগের ও পরের ছবিতে এক বছরের যুদ্ধে গাজায় বেসামরিক অবকাঠামো ধ্বংসের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রায় ২৩ লাখ বাসিন্দার নগর গাজা এক বছর আগে যেমন ছিল, তার সঙ্গে এই গাজার মিল খুব সামান্যই পাওয়া যায়।
ইসরায়েলের হামলায় গাজার জনবসতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুছে ফেলা হয়েছে শতাব্দীপ্রাচীন মসজিদ ও গির্জা। ধ্বংস হয়েছে করা গুরুত্বপূর্ণ কৃষিজমি।
মাত্র ৩৬৫ বর্গকিলোমিটারের (১৪১ বর্গমাইল) ছোট্ট ভূখণ্ডটিতে ধ্বংসের মাত্রা এতটাই তীব্র যে অনেক বাসিন্দা নিজেদের বাড়িতে এখনই ফিরতে পারবেন না এবং সম্ভবত অদূর ভবিষ্যতেও সক্ষম হবেন না।
আল–জাজিরার ডিজিটাল ইনভেস্টিগেশন দল ‘সানাদ’–এর কাছ থেকে পাওয়া স্যাটেলাইট ছবিতে গর্তে ভরা ভূখণ্ড, ঝলসে যাওয়া কৃষিজমি ও মাটির সঙ্গে মিশে যাওয়া ভবনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
উত্তর গাজা থেকে (সর্ব দক্ষিণের) শহর রাফা পর্যন্ত ক্ষয়ক্ষতির চিহ্ন ছড়িয়ে আছে।