পিরোজপুরে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোঃ রাসেল সেখ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ চরনী পত্তাশী গ্রামের মৃত চাঁন মিয়া শেখের বড় ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, রাসেল ডাব পাড়তে নারিকেল গাছে ওঠে। নারিকেল গাছের ডগা পার্শ্ববর্তী ১১০০ ভোল্টের লাইন স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ হায়দার আলী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাসেলের মৃত্যু হয়েছে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর

ব্রেকিং নিউজ