স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শেখ জামাল গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে বুধবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর মগবাজারস্থ গ্রীনওয়ের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন শেখ জামাল। ৫ আগস্টের ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে।


Categories: জাতীয়,পিরোজপুর,সারাদেশ

Comments are closed

ব্রেকিং নিউজ