আমরা এদেশের মাটিকে ভালোবাসি তাই আকড়ে ধরে আছি পালিয়ে যাইনি: মাসুদ সাঈদী

ইন্দুরকানী প্রতিনিধি: আমরা বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসি তাই ১৭ বছের এতো জুলুম অত্যাচারের পরেও পালিয়ে যাইনি, আমাদের এতো লোককে ওরা মেরেছে গুম করেছে ফাসি দিয়েছে আমরা আল্লাহর দয়ায় আজও দেশের মাটিতে আছি থাকব ইনশাআল্লাহ। কিন্তু ওরা অপমানিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আল্লামা সাঈদী ইসলামী যুব কাফেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে পিরেজপুর-০১ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী একথা বলেন। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া গ্রামের খায়েরহাট বাজারে আল্লামা সাঈদী ইসলামী যুব কাফেলার উপদেষ্টা আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমির মাওঃ আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, সদর ইন্দুরকানী ইউনিয়ন আমির মাওঃ, খাইরুল বাশার, মাস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,সর্বশেষ

ব্রেকিং নিউজ