শীতে প্রেমিক না থাকায় কষ্টে শ্রীলেখা

বিনোদন ডেস্কঃ টালিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই মাপঝোঁক ছাড়াই নিজের মতামত প্রকাশ করে আলোচনায় আসেন ওপার বাংলার এই অভিনেত্রী। এবার মজার ছলে এই শীতে প্রেমিক না থাকায় নিজের আফসোদের কথা জানালেন তিনি।

গতকাল (১১ ডিসেম্বর) রাতে শ্রীলেখা মিত্র সানাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’

প্রেমিক না থাকায় শ্রীলেখার আফসোসের কারণটা আরও মজার। আসলে তিনি শীতের জামাগুলো পরে প্রেমিকের সাথে ডেটে যেতে পারছেন না বলেই শ্রীলেখার এই আক্ষেপ। সেই পোস্টে অভিনেত্রী আরও যোগ করেন, ‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।’

প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্যের ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই সিঙ্গেল জীবনযাপন করছেন তিনি।



Categories: বিনোদন,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ