পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসানুল কবির এর সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি এহসানুল কবির কামাল, যুগ্ন সাধারন সম্পাদক কে এ জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন আহমেদ (রিপন) সহ নির্বাচিত কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা ব্যবসার পাশাপাশি মানবিক কাজ করবে এই আশা করি।