পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পক্ষে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসানুল কবির এর সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি এহসানুল কবির কামাল, যুগ্ন সাধারন সম্পাদক কে এ জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন আহমেদ (রিপন) সহ নির্বাচিত কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা ব্যবসার পাশাপাশি মানবিক কাজ করবে এই আশা করি।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ