২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

 

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তারুণ্যের উৎসবে “স্কুল ডে” আলোচনা সভা, পিঠা মেলা, বইমেলা, গ্রাম্য আসবাবপত্র মেলা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনন্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বই মেলার গুরুত্ব জ্ঞান অর্জন ও বই এর প্রতি অনুরাগবৃদ্ধি ও স্বাধীন পাঠক তৈরিতে উৎসাহিত করতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামারুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আগত অতিথি বৃন্দ প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথি সহ অতিথি বৃন্দদের সামনে তুলে ধরলে পিরোজপুর জেলা প্রশাসক বিদ্যালয়ের সমস্যা গুলোর সমাধানের আশ্বাস দেন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ