স্টাফ রিপোর্টার : আগামী ৩১ মার্চ পিরোজপুর সদর আসনে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মজিবুর রহমান খালেক এর নৌকা মার্কায় ভোট চেয়ে গণ সংযোগ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার সদর উপজেলার কদমতলা,শিকদারমল্লিক,দুর্গাপুর ও টোনা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে গিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালায় তারা। জেলা ছাত্রলীগের সভাপতি মো : জাহিদুল ইসলাম টিটু এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু জানান, আসন্ন উপজেলা নির্বাচন কে সামনে রেখে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কথা সাধারণ মানুষের কাছে পৌছে দিয়ে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা মার্কার জন্য ভোট চেয়ে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রচারণা চালাচ্ছে।