স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে মার খেলেন গোল্ড মেডেল প্রাপ্ত শিক্ষক

স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন ‘প্রধানমন্ত্রী গোল্ড মেডেল প্রাপ্ত’ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। রাজশাহী শহরের সবচেয়ে জনবহুল এলাকা সাহেববাজার মনিচত্বরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি সেদিনই তার ফেসবুক ওয়ালে শেয়ার করেন হামলার শিকার রাশিদুল ইসলাম।

তিনি জানান, ঘটনার সময় আশপাশে অনেক মানুষের কাছে সাহায্য চাইলে তারা কোনো সাহায্য না করে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলো। এমনকি, তিনি সকলের কাছে ‘বাঁচান বাঁচান’ বলে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। তখন, তিনি এক পর্যায়ে রাগান্বিত হয়ে ‘ ও আমার বউ, গার্লফ্রেন্ড না, কাবীননামা দেখাতে হবে আপনাদের?’ বললে উল্টো বখাটেদের পক্ষ নিয়ে ভিড়ের মধ্য থেকে একজন বলে, ‘হ্যাঁ, এখন থেকে কাবীননামা নিয়েই চলাফেরা করতে হবে!’

ঘটনার বিবৃতি দিয়ে ফেসবুকে রাশিদুল ইসলাম একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো।

 

 

Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,রাজশাহী বিভাগ,সারাদেশ

Tags:

ব্রেকিং নিউজ