পশুর হাটে যে কোন ধরনের চাঁদা বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – বরিশাল পুলিশের উপ মহাপরিদর্শক

বরিশাল রেঞ্জ পুলিশর উপ মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান বলছন, পশুর হাট য কান ধরনর চাঁদা বাজি করল তাদর বিরুদ্ধ আইনী ব্যব¯া নয়া হব। কান ধরনর চাঁদা বাজদর ক্ষমা করা হব না। য সকল ক্রতারা অনলাইন গরু-ছাগল সহ য কান ধরনর পশু ক্রয় করত চাইবন তারা যাত কান ধরনর হয়রানীর শিকার না হন স জন্য পুলিশক খয়াল রাখত হব।

শনিবার বিকাল জলার নাজিপুরর দিঘীরজান পশুর হাট পরিদর্শন কাল তিনি এ কথা বলন।

এ সময় তিনি পশু ব্যবসায়ীদর সাথ মত বিনিময় সহ ব্যবসায় যাত কান ধরনর সমস্যা না হয় স জন্য সকল ধরনর সহযাগীতার আশ্বাস দন। এ সময় হাট আসাদর মধ্য যারা মা¯ ব্যবহার না করছন এমনদর স্বা¯্য বিধি সম্পর্ক সচতনতা মুলক পরামর্শ প্রদান সহ বিনা মূল্য মা¯ বিতরন করন।

এ সময় জলা পুলিশর নবাগত পুলিশ সুপার মাহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাল্লা মা. আজাদসহ পুলিশর অন্যন্য সদস্যবদ উপ¯িত ছিলন।

Categories: ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ