পিরোজপুরে ‘আশা’র উদ্যোগে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের ‘খাদ্য সহায়তা’ প্রদান

পিরোজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে কোভিট-১৯ ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ৯ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এ খাদ্য সমগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধনর করনে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এ সময় আশা সংস্থার পিরোজপুরের কর্মকর্তারা জেলা প্রশাসকের নিকট ৫ শত পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেট ও জেলার ৬ টি উপজেলার নির্বাহী অফিসারদের নিকট ২০০ টি প্যাকেট মোট ১৯০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেন।
প্রতিটি খাদ্য সহায়তা প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন দেয়া হয়।
এ সময় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান, পিরোজপুর ডিষ্ট্রিক ম্যানেজার শেখ ফিরোজ আহমেদ,আরএম শংকর লাল পাল, সফিকুল ইসলাম,এসআই মো: শাহ আলম শেখ, ব্যঞ্চ ম্যানেজার মো: আবু বকর ছিদ্দিক ও সিরাজুল ইসলাম সহ আশা কর্মকর্তাবৃন্দ।

Categories: জাতীয়,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ