পিরোজপুরে খাওয়ানো হচ্ছে লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নিশিতা শশী : পিরোজপুরের ৭ টি উপজেলায় প্রথম রাউন্ডে ১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ শনিবার সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ননী গোপাল রায় এ কর্যক্রমের উদ্ভোধন করেন। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ প্রথম রাউন্ডে ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৮০৯ জন এবং ১২-১৯ মাস বয়সী ১লক্ষ ৮ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ৩৭৬ টি স্থায়ী, অস্থায়ী, মোবাইল ও অতিরিক্ত টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বিভিন্ন পর্যায়ের ২ হাজার ৭৫২ জন কর্মী কর্মরত আছেন।

Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ