পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৬ জনে

পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্রে যানা যায়। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় নুতন আরও ১৪ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় বিগত ১ সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৬ জনে দাড়িয়েছে। এদের মধ্যে বিভিন্ন স্থানে রেফার্ড করা হয়েছে ২৯ জন। জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে ১৮ জন এবং ৯ জন ভাল হয়েছে বলে সূত্রে যানা যায়।

এদিকে মঙ্গলবার থেকে পিরোজপুর হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন। ঢাকা থেকে লঞ্চ ও বাসে কোরবানীর যাত্রীরা ফিরে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে খোজ নিয়ে যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যতীত ৬টি হাসপাতালে জরুরী ঔষধ ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা করে বরাদ্দ করাহ হয়েছে। সিভিল সার্জন ডাঃ ফারুক আলম জানান, সার্বিক বিষয় আমাদের নজরদারিতে রয়েছে। এখন পর্যন্ত এ জেলার কোন হাসপাতালে ভর্তিকৃত রোগী মারা যায় নি।

Categories: অন্যান্য,জাতীয়,জীবন যাপন,ব্রেকিং নিউজ,সারাদেশ

Tags: ,

ব্রেকিং নিউজ