পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদন্ড

পিরোজপুরে নুহু হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলা সদরের খান সাহেব সড়কের বাসিন্দা নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হাফেজিয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে নুহু হাওলাদারকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুহুকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর আজ আসামির উপস্থিতে আদালত এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলির ( পিপি) খান মো. আলাউদ্দিন।

Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ