পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে শহীদ ফয়জুর রহমান আহমেদ মৃত্যুবার্ষিকী পালিত

ফেরদৌস রহমান : মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৫ মে পাকিস্তানি ঘাতক বাহিনীর হাতে নিহত শহীদ ফয়জুর রহমান আহমেদ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার জেলা পুলিশের আয়োজনে শহীদ ফয়জুর রহমান আহমেদ এর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জেলা পুলিশ কার্যালয়ের সামনে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, নির্বাহী সদস্য কুমার শুভ রায়।
পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। পৌর গোরস্থানে তাঁর কবর জিয়ারত করনে।
উল্লেখ্য, শহীদ ফয়জুর রহমান আহমেদ ১৯৭১ সালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবিব-এর র পিতা এ এই পুলিশ কর্মকর্তা নিজের ও তাঁর পরিবারের জীবন বিপন্ন জেনেও মুক্তিযুদ্ধের শুরু থেকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেন। এই খবর পেয়ে ৫ মে পাকিস্থানি বাহিনী তাঁকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ