যারা শিক্ষকের আদর্শের জায়গাটা ধারণ করতে পারবে না তাদের বর্জন করুন -গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম বলেছেন শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিবেন। শিক্ষার্থীদের পিতৃ-মাতৃ ¯েœহে বড় করতে হবে। শিক্ষকতার নামে শিশু নির্যাতনকারীর পাশে কেউ দাড়াবেন না। যারা শিক্ষকের আদর্শের জায়গাটা ধারণ করতে পরবে না তাদের বর্জন করুন। যে যার ধর্মের জায়গা থেকে ধর্মকে লালনের মাধ্যমে ভালো থাকবেন। শিক্ষকতাকে চাকুরীর সাথে তুলনা করবেন না কারন আপনারা দেশ গড়ার কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির অংশ করবেন না। তিনি আজ শুক্রবার (১২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, বরিশাল বিটিএ’র উপদেষ্টা ও সাবেক সভাপতি দাসগুপ্ত আশীষ কুমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কাওসার আলী শেখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি কাজী মুজিবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মোস্তফা জামাল খান, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল অঞ্চলের অর্থ সম্পাদক সুনীল বরন হালদার, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব নজরুল ইসলাম মৃধাসহ সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মঠবাড়িয়া কে এম লতিফ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।

Categories: জাতীয়,বরিশাল বিভাগ,শিক্ষাঙ্গন,সারাদেশ

ব্রেকিং নিউজ