উদ্দীপন এর উদ্যোগে বজ্রপাত ও কোভিড-১৯-এ করণীয় সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম

উদ্দীপন শিশু ও যুব ক্লাব এবং জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের উদ্যোগে ১৬ই জুন, ২০২১ বুধবার বজ্রপাত ও কোভিড-১৯-এ করণীয় সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতররণ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ফয়সাল মুহাম্মদ ওয়াহিদ,উর্ধ্বতন সহকারী পরিচালক-২, মাইক্রো এন্টারপ্রাইজ প্রধান, উদ্দীপন প্রধান কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, উদ্দীপন প্রধান কার্যালয়।  মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন। কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  শাকিল আহমেদ, এরিয়া ট্রেনিং এন্ড মনিটরিং কো-অর্ডিনেটর ওয়াস প্রোগ্রাম। বাপ্পী কুমার নন্দী, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক,  আবু রাইহান, কো-অর্ডিনেটর, সামাজিক প্রোগ্রাম। বিজলী হালদার ও অমিত বিশ্বাস, ক্লাব সহায়ক, উদ্দীপন শিশু ও যুব ক্লাব। এ ছাড়াও উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ। প্রচারণার প্রথম দিনে শিশু ও যুব ক্লাবের সদস্যগণ মাছিমপুর, মধ্য মাছিমপুর, মন্ডল পাড়া, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস, ডিসি অফিস, পিরোজপুর বাজার এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চালায়।

Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ