বাংলাদেশ একাদশে আনা হবে পরিবর্তন!

শ্রীলংকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে লড়বে বাংলাদেশ। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

তবে আভাস আসছে আগামীকালের একাদশে আনা হবে পরিবর্তন। আর এমন আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সোমবার ব্রিস্টলে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসছে এটি মোটামুটি নিশ্চিত। বোলিং বিভাগেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। এখনও টিম মিটিং হয়নি। দলের অনুশীলনের আগে টিম মিটিং। এর পর বলা যাবে।

একাদশ থেকে মোহাম্মদ মিঠুন বাদ গেলে রিজার্ভে আছেন দুজন। লিটন দাস ও সাব্বির রহমান রোমান। লিটন টপ অর্ডারের ব্যাটসম্যান। তাই হয়তো পাঁচে লোয়ার মিডল অর্ডার সাব্বির রহমানকেই লংকাবধের মিশনে বেছে নিতে পারেন টাইগার দলপতি মাশরাফি।

মোহাম্মদ মিঠুনের জায়গায় শ্রীলংকার বিপক্ষে লিটন দাসের খেলা একরকম নিশ্চিত। বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ না খেললেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফর্মে ছিলেন লিটন। খেলেছেন ৭৬ ও ৭৩ রানের দুটি ইনিংস।

বোলিং বিভাগেও একটি পরিবর্তন আসতে পারে। মঙ্গলবার ম্যাচের দিনও বৃষ্টির আশংকা রয়েছে। সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে চতুর্থ পেসার হিসেবে তাই রুবেল হোসেনকে খেলানোর চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের।

তাকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যেতে হতে পারে অফ স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তবে বোলিংয়ে পরিবর্তন আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের সভায়।

Categories: খেলার খবর

ব্রেকিং নিউজ