‎পিরোজপুরে ৩১ দফা বাস্তবায়নে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত

ইন্দুরকানি প্রতিনিধিঃ ‎পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা দেওয়া ৩১ দফা বাস্তবায়নে মৎস্যজীবীদের সম্পৃক্তকরনের লক্ষে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ মে) বিকেলে ইন্দুরকানী উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎ইন্দুরকানী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন কাজীর সঞ্চালনায় এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, সদস্য সচিব মো. আলমগীর কবির নান্নু।


‎অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, পিরোজপুর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল। বিশেষ বক্তা ছিলেন, পিরোজপুর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. নাসির সরদার।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের চিত্র। আমরা বিশ্বাস করি, এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। মৎস্যজীবীরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা তাদের সংগঠিত করছি এবং এ আন্দোলনের অগ্রভাগে রাখছি।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ