মঠবাড়িয়ায় ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়িকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে বাজারজাত করণের অভিযোগে মো. মহসিন মিয়া নামে এক ব্যবসায়িকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার মঠবাড়িয়া পৌরশহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যান আদালত এ অভিযান চালায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কাপুড়িয়া পট্রির তন্বী স্টোরের নামে একটি গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৬০০ কেজি পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এসময় অভিযুক্ত পলিথিন ব্যবসায়িকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন গুদামজাত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া ভ্রাম্যান আদালত পৌরশহরে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমা পরিবহন বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।


মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,মঠবাড়িয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ