পিরোজপুর তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা ২য় পর্ব হিফজ সমাপনী ২০২৫ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:- স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা শাখার উদ্যোগে হিফজ বিভাগের ২০২৫ সালের ২য় পর্ব হিফজ সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ১৯ (মে) তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা পিরোজপুর শাখার এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাওলানা জাকির হোসাইন এর সঞ্চালনায় ও ডক্টর মিম আতিকুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ.ন.ম.রাশিদুল ইসলাম সায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা পিরোজপুর শাখার সম্মানিত শাখা প্রধান আব্দুল হাদী ও গার্লস সেকশনের প্রধান মো: লোকমান হোসাইন, সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল বলেন, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে কুরআন একটি বড় নিয়ামত ও আল্লাহ প্রদত্ত সংবিধান। এই অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়ায় ও আখেরাতে সফল।


তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে হাফেজুল কুরআন সন্তানের পিতা-মাতা হতে পারার চেয়ে ভালো অর্জন পৃথিবীতে আর কি হতে পারে। তিনি কুরআন সংকলনের ইতিহাস, কুরআন ও সুন্নাহর আলোকে কুরআন শিক্ষার গুরুত্ব ও মহত্ত্ব এবং পিতা-মাতার জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে তা বিস্তারিত তুলে ধরেন এবং কুরআন শিক্ষার জন্য প্রতিযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি আরো বলেন, কুরআন এমন একটি কিতাব যার শিক্ষাকে কখনো বিলুপ্ত করা যাবেনা।এটা মৃত্যুর পূর্ব পর্যন্ত হাফেজরা তাদের বক্ষে ধারণ করবে।একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই একটি শিশুকে নৈতিক মানে উন্নতি করা সম্ভব। তিনি হিফ্জ শিক্ষার্থীদেরকে মোবাইল এবং স্যাটেলাইট চ্যানেল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে হাফেজা আমিনা আক্তারের গর্বিত পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলামিনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সম্মানিত করা হয়। এবারের অনুষ্ঠানে ২৬ জন শিক্ষার্থীর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ